ঝরা পাতা
- সুদীপ্ত সরকার ২৮-০৪-২০২৪

গাছের শুকনো পাতাগুলি সব ঝরে পড়ছে ৷
তাই দেখে বিহগেরা কলরব করছে ৷
মৃদু মৃদু সমীরণ বুঝি সেথা নাচছে ৷
আর খিল্‌খিলিয়ে স্রোতস্বিনী অবিরত হাসছে ৷

ঝরা পাতাগুলি সব মাটিতে গড়াচ্ছে ৷
মাঝে-মাঝে তার উপর কেউ মারিয়ে যাচ্ছে ৷
উড়ে গিয়ে কখনো আবার বৃক্ষ গোড়ায় জমছে ৷
বৃষ্টির জলে পচিয়ে গাছ খাদ্য তৈরি করছে ৷

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।